দু’দিনের হিমাচল প্রদেশ সফরের শেষ দিনে গতকাল রাষ্ট্রপতি


রবিবার,১২/০৬/২০২২
204

দু’দিনের হিমাচল প্রদেশ সফরের শেষ দিনে গতকাল রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ কুলু এবং লাহুল স্পিতি জেলার মধ্যে সংযোগকারী অটল টানেল রোহটাং পরিদর্শন করেন। লাহুল স্পিতির শিশু হেলিপ্যাডে রাষ্ট্রপতির অবতরণের পরি চিরাচরিত প্রথায় তাঁকে স্বাগত জানানো হয়। মুখ্যমন্ত্রী জয়রাম ঠাকুর থাঙ্কা চিত্র উপহার দিয়ে শ্রী কোবিন্দ’কে অভ্যর্থনা জানান। রাজ্যপাল রাজেন্দ্র আরলেকার সেখানে উপস্থিত ছিলেন।

চাক‌রির খবর

ভ্রমণ

হেঁসেল

    জানা অজানা

    সাহিত্য / কবিতা

    সম্পাদকীয়


    ফেসবুক আপডেট