উপরাষ্ট্রপতি এম ভেঙ্কাইয়া নাইডু সরকার, সংবাদমাধ্যম, বিজ্ঞান সমিতি এবং জনগণকে কৃষি উন্নয়নে এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন। তিনি কৃষিক্ষেত্রে মুনাফা বৃদ্ধির লক্ষ্যে সম্মিলিত প্রয়াস ও প্রযুক্তি ব্যবহারের প্রয়োজনীয়তার ওপর জোর দিয়েছেন। হায়দ্রাবাদে গতকাল ‘প্রকৃতি সৈন্যম’ শীর্ষক একটি পুস্তক প্রকাশের পর উপরাষ্ট্রপতি বলেন, প্রযুক্তিগত অগ্রগতি এবং বিভিন্ন প্রতিষ্ঠানের গবেষণালব্ধ বিষয়সমূহ মাতৃভাষায় কৃষকদের কাছে পৌঁছে দিতে হবে। ‘প্রকৃতি সৈন্যম’ এর অর্থ প্রকৃতির সেনাবাহিনী। এই বইয়ে একশো জন কৃষকের গল্প রয়েছে যারা জৈবচাষে সাফল্য পেয়েছেন। শ্রী নাইডু বলেন, চাষিদের ঐতিহ্যবাহী কৃষিপদ্ধতিতে উৎসাহিত করবে এই পুস্তক।
কৃষি উন্নয়নে এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন উপরাষ্ট্রপতি
রবিবার,১২/০৬/২০২২
398