২০২২-২৩-এর বিপণন মরশুমের জন্য ফসলের ন্যূনতম সহায়ক মূল্য অনুমোদন


বৃহস্পতিবার,০৯/০৬/২০২২
403

কেন্দ্রীয় মন্ত্রীসভা, ২০২২-২৩-এর বিপণন মরশুমের জন্য ফসলের ন্যূনতম সহায়ক মূল্য অনুমোদন করেছে। তথ্য সম্প্রচার মন্ত্রী অনুরাগ সিং ঠাকুর আজ নতুন দিল্লিতে, মন্ত্রীসভার বৈঠকের পর সাংবাদিকদের এ’কথা জানিয়ে বলেন, MSP-র অনুমোদিত এই হার সারা ভারতের গড় উৎপাদন খরচের অন্ততঃ দেড় গুণ বেশী।তিল বা সিসেমের ক্ষেত্রে প্রতি কুইন্টালে ৫২৩ টাকা। মুগ ডালের ক্ষেত্রে ৪৮০ টাকা, সূর্যমুখী বীজে কুইন্টাল প্রতি ৩৮৫ টাকা করে ন্যূনতম সহায়ক মূল্য অনুমোদন করা হয়েছে। এর ফলে উৎপাদন বৃদ্ধি পাবে। এছাড়াও, কৃষকদের ফসলের ন্যায্য মূল্য সুনিশ্চিত করা ও আত্মনির্ভর ভারতের লক্ষ্য অর্জনেও তা’ সহায়ক হবে বলে মন্ত্রী জানান। এতে স্বনির্ভরতা বাড়ানো এবং আমদানির ওপর নির্ভরতা কমানো সম্ভব হবে।

চাক‌রির খবর

ভ্রমণ

হেঁসেল

    জানা অজানা

    সাহিত্য / কবিতা

    সম্পাদকীয়


    ফেসবুক আপডেট