লালগোলা সেকশনে রোড ওভার ব্রিজ নির্মাণ কাজের জন্য ট্রাফিক পাওয়ার ব্লক


বৃহস্পতিবার,০৯/০৬/২০২২
744

পূর্ব রেলের শিয়ালদা ডিভিশনের কৃষ্ণনগর – লালগোলা সেকশনে রোড ওভার ব্রিজ নির্মাণ কাজের জন্য আগামী শনি, রবি ও সোমবার রাত ১১ টা ২৫ থেকে পরের দিন ভোর ৫ টা ২৫ মিনিট পর্যন্ত ট্রাফিক পাওয়ার ব্লক থাকবে । এর ফলে আগামী শনিবার থেকে সোমবার পর্যন্ত 03197 শিয়ালদা – লালগোলা MEMU, রবিবার থেকে মঙ্গলবার পর্যন্ত 03144 লালগোলা – রানাঘাট MEMU, এবং আগামী শনিবার ও সোমবার 31634 রানাঘাট – শিয়ালদা লোকাল বাতিল থাকবে। এছাড়া 03191 শিয়ালদা – লালগোলা প্যাসেঞ্জার আগামী শনিবার থেকে সোমবার পর্যন্ত নির্ধারিত সময়ের থেকে ৯০ মিনিট দেরিতে ছাড়বে এবং লালগোলার পরিবর্তে কৃষ্ণপুর স্টেশনে যাত্রা শেষ করবে বলে পূর্ব রেল সূত্রের খবর।

চাক‌রির খবর

ভ্রমণ

হেঁসেল

    জানা অজানা

    সাহিত্য / কবিতা

    সম্পাদকীয়


    ফেসবুক আপডেট