স্বাধীনতার ৭৫বছর পূর্তি উপলক্ষে “আজাদী কা অমৃত মহোৎসব”-এর অঙ্গ হিসেবে সারাদেশের সঙ্গে জলপাইগুড়ি জেলার ফুলবাড়িতে কাস্টমস এবং কেন্দ্রীয় রাজস্ব ও গোয়েন্দা বিভাগ উদ্যোগে “ড্রাগ ডেস্ট্রাকশন ডে” পালিত হয় । সারাদেশের ১৩টি নির্দিষ্ট স্থানে ৪২,০০০হাজার কেজি মাদকদ্রব্য পুড়িয়ে ফেলা হয় গতকাল । কেন্দ্রীয় অর্থমন্ত্রী শ্রীমতি নির্মলা সীতারামন ভার্চুয়াল মাধ্যমে এই অনুষ্ঠানের উদ্বোধন করেন। জলপাইগুড়ির ফুলবাড়িতে ১৮ হাজার ১৭১ কেজি গাঁজা এবং ৫০ কেজি হাসিস পুড়িয়ে ফেলা হল। যুব সমাজকে নেশামুক্ত করার জন্য এই পদক্ষেপ নেওয়া হয়েছে। কোলকাতা সেন্ট্রাল এক্সাইস এন্ড কাস্টমস জোন-এর মুখ্য কমিশনার অনিল কুমার গুপ্তা অই কর্মসূচীতে উপস্থিত ছিলেন।
কেন্দ্রীয় রাজস্ব ও গোয়েন্দা বিভাগ উদ্যোগে “ড্রাগ ডেস্ট্রাকশন ডে” পালিত
বৃহস্পতিবার,০৯/০৬/২০২২
576
![](https://www.banglaexpress.in/wp-content/uploads/2022/06/nesa.jpg)