ভারত সরকারের ‘স্বচ্ছ ভারত অভিযান’ কর্মসূচীর অষ্টম বর্ষ পূর্তি উপলক্ষ্যে কেন্দ্রীয় তথ্য ও সংস্কৃতি মন্ত্রকের অধীন ফিল্ড আউটরিচ ব্যুরো বর্ধমান শাখা, বর্ধমান বিজ্ঞান কেন্দ্রে আজ ‘স্বচ্ছতা সচেতনতা’ মূলক এক বিশেষ অনুষ্ঠানের আয়োজন করে। বর্ধমান বিজ্ঞান কেন্দ্রের সহযোগিতায় আয়োজিত এই অনুষ্ঠানে বিভিন্ন বক্তা স্বচ্ছতার প্রয়োজনীয়তার কথা তুলে ধরেন। পরিস্কার পরিচ্ছন্ন জঞ্জাল মুক্ত দেশ গড়ে তুলতে সকলকে এগিয়ে আসার আহ্বান জানান। উপস্থিত ছিলেন, জেলা নেহেরু যুব কেন্দ্রের আধিকারিক উত্তরা বিশ্বাস, বর্ধমান বিশ্ববিদ্যালয়ের বিশিষ্ট অধ্যাপক ডঃ সর্বজিৎ যশ, বর্ধমান বিজ্ঞান কেন্দ্রের আধিকারিক নিখিলেশ বিশ্বাস। অনুষ্ঠানে ছাত্র ছাত্রীরা কবিতা আবৃত্তি ও সংগীত পরিবেশন করে। ম্যাজিক শো এর মাধ্যমে পরিস্কার পরিচ্ছন্নতার গুরুত্ব তুলে ধরা হয়। আয়োজন করা হয় বসে আঁকো প্রতিযোগিতা। অনুষ্ঠানে অংশগ্রহণকারী ছাত্র ছাত্রী মধ্যে স্বচ্ছতা এবং বিজ্ঞান বিষয়ক কুইজের আয়োজন করা হয়। সঠিক উত্তর দাতাদের হাতে তুলে দেওয়া হয় পুরস্কার।
বর্ধমান বিজ্ঞান কেন্দ্রে আজ ‘স্বচ্ছতা সচেতনতা’ মূলক এক বিশেষ অনুষ্ঠান
মঙ্গলবার,৩১/০৫/২০২২
730