তৃণমূলের চাপেই ত্রিপুরায় মুখ্যমন্ত্রী বদল : কুণাল


মঙ্গলবার,৩১/০৫/২০২২
355

চারটি বিধানসভার উপনির্বাচনকে সামনে রেখে ত্রিপুরায় জোরদার প্রচার শুরু করল তৃণমূল কংগ্রেস। মঙ্গলবার টাউন বড়দোয়ালি বিধানসভা কেন্দ্রে বড় মিছিল সংগঠিত হয়। দলীয় প্রার্থীদের নির্বাচিত করার আবেদন রাখেন তৃৃণমূল নেতৃত্ব। তৃণমূলের এই কর্মসূচি ঘিরে সাধারণ মানুষের মধ্যে উন্মাদনা ছিল তুঙ্গে। আগামী ২৩শে জুন ত্রিপুরার চারটি বিধানসভা কেন্দ্রের উপনির্বাচন। ভোট ঘোষণার পর থেকেই ত্রিপুরা প্রদেশ তৃণমূল কংগ্রেস জোরদার প্রচার শুরু করেছে। মঙ্গলবার ৮ নং টাউন বড়দোয়ালি বিধানসভা কেন্দ্রে জনসংযোগ গড়ে তুলতে বড় মিছিল সংগঠিত করে ঘাসফুল শিবির। নেতৃত্ব দেন তৃণমূল নেতা কুণাল ঘোষ, ত্রিপুরা প্রদেশ তৃণমূল কংগ্রেসের সভাপতি সুবল ভৌমিক সহ অন্যান্য নেতারা। উপনির্বাচনে তৃণমূল প্রার্থীকে বিপুল ভোটে জয়ী করার আবেদন রাখা হয় এই মিছিল থেকে। কুণাল ঘোষ বলেন, কয়েক মাসের মধ্যেই ত্রিপুরায় শক্তিশালী সংগঠন গড়ে তুলেছে তৃণমূল। তৃণমূলের চাপেই বিজেপি মুখ্যমন্ত্রী বদল করতে বাধ্য হয়েছে। শীঘ্রই চারটি আসনের দলীয় প্রার্থীদের নাম ঘোষণা করা হবে বলে জানান ত্রিপুরা প্রদেশ তৃণমূল সভাপতি সুবল ভৌমিক। তিনি বলেন উপনির্বাচনে চারটি কেন্দ্রেই জয়ী হবেন দলীয় প্রার্থীরা। ২৩-র বিধানসভা ভোটে বিজেপিকে পরাস্ত করে ত্রিপুরায় ঘাসফুল ফুটবে বলে এদিন দাবি করেন সুবলবাবু।

চাক‌রির খবর

ভ্রমণ

হেঁসেল

    জানা অজানা

    সাহিত্য / কবিতা

    সম্পাদকীয়


    ফেসবুক আপডেট