নেপালি ২২জন আরোহীকে নিয়ে ছোট একটি বেসরকারি বিমান ভেঙে পড়েছে


সোমবার,৩০/০৫/২০২২
1383

নেপালি ২২জন আরোহীকে নিয়ে ছোট একটি বেসরকারি বিমান ভেঙে পড়েছে। যাত্রীদের মধ্যে চারজন ভারতীয়। পোখরা থেকে আজ সকাল নটা ৫৫-য় ওড়ার মিনিট পনেরো পরেই তারা এয়ারের জমসমগামী বিমানটির সঙ্গে কন্ট্রোল টাওয়ারের যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। পাহাড়ি এলাকায় লামচে নদীর মুখে বিমানটি ভেঙে পড়ে। কোয়াং গ্রামে সেটির ধংসাবশেষ দেখা গেছে। নেপালি স্থল ও বায়ুসেনা ঘটনাস্থলের দিকে রওনা হয়েছে। কাঠমান্ডুতে ভারতীয় দূতাবাস এ ব্যাপারে খোঁজ খবর দেওয়ার জন্য একটি হটলাইন নম্বর চালু করেছে। নম্বরটি হলো 977-9851107021।নিখোঁজ ভারতীয়দের পরিবারের সঙ্গে দূতাবাসের পক্ষ থেকে যোগাযোগ করা হয়েছে।

Affiliate Link Earn Money from IndiaMART Affiliate

চাক‌রির খবর

ভ্রমণ

হেঁসেল

    জানা অজানা

    সাহিত্য / কবিতা

    সম্পাদকীয়


    ফেসবুক আপডেট