নদীয়ার আন্তর্জাতিক ভারত-বাংলাদেশ সীমান্তে BSF এর ৫৪ নম্বর বাহিনীর জওয়ানরা বর্ডার ফাঁড়ি বিজয়পুরে টহল দেওয়ার সময় গতকাল একজন চোরাকারবারীকে সীমান্ত লাগোয়া ধাওয়া করে ১২.৭ কেজি রৌপ্য, ৭২০ বোতল ফেন্সিডিল এবং ৩.৯ কেজি গাঁজা উদ্ধার করেছে। একজন চোরাকারবারি গভীররাতে সীমান্ত পার হওয়ার চেষ্টা করছিল। বিএসএফ জওয়ানরা তাকে ধরার চেষ্টা করলে, সে স্কুটি ফেলে সেখান থেকে পালিয়ে যায়। বিএসএফ সেখানে রৌপ্য, ফেন্সিডিল ও গাঁজা পায়।
১২.৭ কেজি রৌপ্য, ৭২০ বোতল ফেন্সিডিল এবং ৩.৯ কেজি গাঁজা উদ্ধার
সোমবার,৩০/০৫/২০২২
722