দূর্ঘটনা এড়াতে অশোকনগরে পুলিশের অভিযান


শনিবার,২৮/০৫/২০২২
798

অশোকনগর : রাস্তার পাশে বেআইনিভাবে বিল্ডার্সের সামগ্রী ও কাঠ রাখা বন্ধ করতে উ: ২৪ পরগণার অশোকনগর থানা অভিযান চালালো। অশোকনগর কল্যাণগড় পৌরসভার কল্যাণগড় এলাকায় রাস্তার দু’ধারে বেআইনিভাবে ইট, বালি, পাথর ও কাঠ রাখার অভিযোগে গ্রেপ্তার করা হয় কয়েকজনকে এমনটা সূত্রের খবর। এদিনের এই অভিযানে উপস্থিত ছিলেন অশোকনগর কল্যাণগড় পৌরসভার পৌর প্রধান প্রবোধ সরকার, হাবরা এসডিপিও রোহিত শেখ, অশোকনগর থানার ওসি সিদ্ধার্থ শংকর মন্ডল ও অশোকনগর পৌর সভার একাধিক আধিকারিকরা।অশোকনগর কল্যাণগড় পৌরসভার পৌরপ্রধান প্রবোধ সরকার এবিষয়ে জানান, ‘মানুষের জীবনের থেকে বড় কিছু নয় আমাদের আগে সেই দিকেই নজর দিতে হবে। সেই কারণেই প্রশাসনের পক্ষ থেকে আগের থেকে সমস্ত ব্যবসায়ীদের জানানো হয়েছে।’ দূর্ঘটনা এড়াতে অশোকনগরে পুলিশের এমন অভিযান আগামী দিনেও চলবে এমনটাই দাবি করেন প্রবোধ বাবু।

Affiliate Link Earn Money from IndiaMART Affiliate

চাক‌রির খবর

ভ্রমণ

হেঁসেল

    জানা অজানা

    সাহিত্য / কবিতা

    সম্পাদকীয়


    ফেসবুক আপডেট