উত্তর উড়িষ্যার উপর একটি ঘূর্ণাবর্ত রয়েছে এছাড়া নেপাল থেকে ঝাড়খন্ড পর্যন্ত আরেকটি নিম্নচাপ অক্ষরেখা ।এর ফলে তাপমাত্রা আরো এক ডিগ্রী বারবে কলকাতাসহ দক্ষিণবঙ্গে। কলকাতায় তাপমাত্রা 38 ডিগ্রি উপরে থাকবে আজ আগামীকাল। আজ থেকে ৩ দিন বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে বিকেলের দিকে। এই ঝড় বৃষ্টির সঙ্গে 30 থেকে 40 কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইবে কলকাতায় । কোলকাতায় তাপমাত্রা বাড়ার জন্য আদ্রতা জনিত অস্বস্তি বারবে। আগামীকাল কলকাতায় বিকেলের দিকে ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে ।উত্তরবঙ্গের কুচবিহার ও আলিপুরদুয়ারে একটু বেশি বৃষ্টি হবে বাদবাকি জেলা হালকা ঝড় বৃষ্টি হবে।
তাপমাত্রা আরো এক ডিগ্রী বারবে কলকাতাসহ দক্ষিণবঙ্গে
শনিবার,২৮/০৫/২০২২
2632