কেন্দ্রের জনবিরোধী নীতির বিরুদ্ধে ও লাগামছাড়া মূল্যবৃদ্ধির প্রতিবাদে আগরতলায় প্রতিবাদ মিছিল সংগঠিত করল তৃণমূল কংগ্রেস। নেতৃত্ব দেন সাংসদ সুস্মিতা দেব, সুবল ভৌমিক সহ ত্রিপুরা প্রদেশ তৃণমূলের নেতারা। কেন্দ্রের নরেন্দ্র মোদি সরকারের জনবিরোধী নীতির বিরুদ্ধে ধারাবাহিক আন্দোলন চলবে বলে জানিয়ে দিয়েছেন তাঁরা। শুধু পশ্চিমবঙ্গে নয়, ত্রিপুরা অসম সহ অন্যান্য বেশ কয়েকটি রাজ্যে কেন্দ্রের জনবিরোধী নীতির বিরুদ্ধে সোচ্চার তৃণমূল। পেট্রোল, ডিজেল, রান্নার গ্যাস সহ নিত্যপ্রয়োজনীয় জিনিসের আকাশছোঁয়া মূল্য বৃদ্ধির প্রতিবাদে ধারাবাহিক ভাবে আন্দোলন শুরু করেছে ঘাসফুল শিবির। শনিবার ত্রিপুরার রাজধানী শহরে কেন্দ্রের মোদি সরকারের বিরুদ্ধে রাস্তায় নামে তৃণমূল।
আগরতলা ব্লক তৃণমূল কংগ্রেস আয়োজিত বিক্ষোভ মিছিলের নেতৃত্ব দেন দলের রাজ্যসভার সাংসদ সুস্মিতা দেব, ত্রিপুরা প্রদেশ তৃণমূল কংগ্রেস সভাপতি সুবল ভৌমিক, প্রদেশ মহিলা তৃণমূল কংগ্রেস সভানেত্রী পান্না দেব সহ অন্যান্যরা। সাংসদ সুস্মিতা দেব কেন্দ্রের মোদি সরকারের কড়া সমসমালোচনা করে বলেন, বিজেপি সরকারের আমলে দেশে বেরোজগারি বেড়েছে, মূল্যবৃদ্ধি বেড়েছে। মানুষকে বোকা বানানো হচ্ছে। প্রতিবাদ থামবে না। মানুষের স্বার্থে তৃণমূল ধারাবাহিক ভাবে ত্রিপুরায় আন্দোলন চালিয়ে যাবে। এদিনের প্রতিবাদ মিছিল থেকে ঘোষনা করেন সুস্মিতা দেব, সুবল ভৌমিকরা।
Barcode স্টিকার তৈরি করার প্রক্রিয়াটি খুবই সহজ, তবে নির্ভর করে আপনি কিসের জন্য এটি বানাচ্ছেন—ব্যবসার…
কলকাতা, ১৪ এপ্রিল ২০২৫:নববর্ষের আগের দিনেই শহরবাসীকে বিশেষ উপহার দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। দক্ষিণেশ্বরের পর…
মুর্শিদাবাদ, ১৫ এপ্রিল ২০২৫:এক কাপড়ে বাড়ি ছাড়তে হয়েছে। ভাত বসিয়েই কেউ দৌড়েছেন প্রাণ বাঁচাতে। রাতারাতি…
নন্দীগ্রাম, ১৫ এপ্রিল ২০২৫: বাংলা নববর্ষের সকালেই ধর্মীয় এবং সাংস্কৃতিক আবহে পথে নামলেন রাজ্যের বিরোধী…
কলকাতা, ১৫ এপ্রিল ২০২৫: রাজ্যের একের পর এক অশান্ত ঘটনা— মুর্শিদাবাদ, ভাঙড় — সব মিলিয়ে…
ভাঙড়: মুর্শিদাবাদে ঘটনার আঁচ না মিটতেই এবার উত্তপ্ত হয়ে উঠল দক্ষিণ ২৪ পরগনার ভাঙড়। এলাকায়…