রাজ্যের কৃষি মন্ত্রী শোভন দেব চট্টোপাধ্যায় নদীয়ার মোহনপুরে আজ বিধানচন্দ্র কৃষি বিশ্ববিদ্যালয়ে একাধিক প্রকল্পের উদ্বোধন করেন। বিধানচন্দ্র কৃষি বিশ্ববিদ্যালয়কে আগামী দিনে দেশের অন্যতম শ্রেষ্ঠ বিশ্ববিদ্যালয় হিসেবে গড়ে তোলাই রাজ্য সরকারের লক্ষ্য বলে কৃষিমন্ত্রী উল্লেখ করেন।তিনি এদিন বিধানচন্দ্র কৃষি বিশ্ববিদ্যালয়ে একটি খাদ্য প্রক্রিয়াকরণ কেন্দ্র, একটি শিক্ষামূলক সংগ্রহালয়, একটি ভ্রাম্যমাণ মাটি পরীক্ষা কেন্দ্র এবং গবেষণা বিষয়ক অধিকর্তার নতুন ভবনের দ্বারোদ্ঘাটন করেন।বিশ্ববিদ্যালয়ের এগ্রিকালচার ইঞ্জিনিয়ারিং -এর ছাত্র-ছাত্রীরা চাকরির দাবিতে এদিন মন্ত্রীর কাছে দরবার করেন।
বিধানচন্দ্র কৃষি বিশ্ববিদ্যালয়ে একাধিক প্রকল্পের উদ্বোধন
মঙ্গলবার,২৪/০৫/২০২২
2022