IPL2022 র ম্যাচে আজ লীগ পর্যায়ের শেষ ম্যাচে সানরাইজার্স হায়দ্রাবাদ, পাঞ্জাব কিংসের বিরুদ্ধে খেলবে। মুম্বাইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে খেলা শুরু হবে সন্ধ্যা সাড়ে সাতটায়।গতকাল মুম্বাই ইন্ডিয়ান্স, দিল্লি ক্যাপিটালসকে পাঁচ উইকেটে হারিয়ে দিয়েছে। এরফলে ১৪ ম্যাচে ১৬ পয়েন্টে থাকা রয়্যাল চ্যালেঞ্জর্স ব্যাঙ্গালোর চতুর্থ দল হিসেবে প্লে অফে জায়গা করে নিয়েছে। বুধবার কলকাতার ইডেন গার্ডেন্সে এলিমিনেটর ম্যাচে রয়্যাল চ্যালেঞ্জর্স, লখনউ সুপার জায়ান্টসের মুখোমুখি হবে। মঙ্গলবার প্রথম কোয়ালিফায়ার ম্যাচে গুজরাত টাইটান্স, রাজস্থান রয়্যালসের বিরুদ্ধে খেলবে।গতকালের ম্যাচে দিল্লি ক্যাপিটালসের সাত উইকেটে ১৫৯ রানের জবাবে মুম্বাই ইন্ডিয়ান্স ১৯ ওভার এক বলে পাঁচ উইকেটে জয়ের লক্ষে পৌঁছে যায়। দিল্লি ১৪ ম্যাচে ১৪ পয়েন্ট নিয়ে পঞ্চম স্থানে রয়েছে।
শেষ ম্যাচে সানরাইজার্স হায়দ্রাবাদ, পাঞ্জাব কিংসের বিরুদ্ধে
রবিবার,২২/০৫/২০২২
2385