জম্মু কাশ্মীরের রামবান জেলায় নির্মীয়মাণ টানেল ধস


শুক্রবার,২০/০৫/২০২২
488

জম্মু কাশ্মীরের রামবান জেলায় নির্মীয়মাণ টানেল ধসে, বেশ কয়েকজন আটকে পড়েছেন বলে আশঙ্কা করা হচ্ছে। জাতীয় সড়কের ওপর খুনীনালায়, টানেলটির একটি অংশ ধসে পড়ে। উদ্ধার কাজ চলেছে।কেন্দ্রীয় মন্ত্রী জিতেন্দ্র সিং টুইট ক’রে জানিয়েছেন, ১০ জনের মতো শ্রমিক ধংসস্তুপে চাপা পড়েছেন। এদের মধ্যে দু’জনকে উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে। DC মুসরত ইসলামের সঙ্গে তিনি প্রতিনিয়ত যোগাযোগ রেখেছেন। উদ্ধারকাজের জন্য, জম্মু-শ্রীনগর জাতীয় সড়ক, বন্ধ রাখা হয়েছে।

ছবি : ANI

চাক‌রির খবর

ভ্রমণ

হেঁসেল

    জানা অজানা

    সাহিত্য / কবিতা

    সম্পাদকীয়


    ফেসবুক আপডেট