রাজ্য ও রাজ্যপালের সংঘাতের মাঝেই শিক্ষামন্ত্রী ব্রাত্য বসুর সঙ্গে দীর্ঘ ৪৫ মিনিট বৈঠক করলেন রাজ্যপাল জগদীপ ধনকর। এই বৈঠক নিয়ে নিজের ট্যুইটার হ্যান্ডেলে বৈঠকের ছবি ও ভিডিও প্রকাশ করেন খোদ রাজ্যপাল। শিক্ষা সংক্রান্ত বিষয় নিয়ে শিক্ষামন্ত্রীর সঙ্গে তাঁর আলোচনা হয়েছে বলে জানিয়েছেন তিনি। রাজ্য- রাজ্যপাল সংঘাতের মাঝেই শুক্রবার শিক্ষামন্ত্রীর সঙ্গে দীর্ঘ বৈঠক করলেন রাজ্যপাল। প্রায় ৪৫ মিনিট রাজভবনে বৈঠক হয় শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু ও রাজ্যপাল জগদীপ ধনকরের মধ্যে। উপাচার্য নিয়োগ-সহ একাধিক বিষয়ে আলোচনা হয়েছে বলে জানা গিয়েছে।আগামী দিনে উচ্চশিক্ষা কোন দিকে যাবে সে বিষয় নিয়েও আলোচনা হয়েছে বলে সূত্রের খবর। বৈঠক নিয়ে টুইটারে রাজ্যপাল জানিয়েছেন, শিক্ষা সংক্রান্ত বিষয় নিয়ে শিক্ষামন্ত্রীর সঙ্গে তাঁর আলোচনা হয়। এদিন নিজের ট্যুইটার হ্যান্ডেলে রাজ্যপাল এই বৈঠকের ছবি ও ভিডিও প্রকাশ করেন। ছবিতে শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু এবং রাজ্যপাল জগদীপ ধনখড়কে স্মিত হাসি মুখে দেখা যায়। সম্প্রতি পশ্চিমবঙ্গে একাধিক বিশ্ববিদ্যালয়ে উপাচার্য নিয়োগকে বেআইনি বলে সম্বোধন করেছিলেন রাজ্যের সাংবিধানিক প্রধান। একাধিকবার বিষয়টি নিয়ে রাজ্য সরকারকে আক্রমণও করেছেন তিনি। রাজ্য ও রাজ্যপালের এই সংঘাতের মাঝে এদিনের বৈঠক যথেষ্ট তাৎপর্যপূর্ণ বলে মত ওয়াকিবহাল মহলের।
সংযুক্ত আরব আমিরশাহী, সৌদি আরব সহ বেশ কয়েকটি উপসাগরীয় দেশ পাকিস্তানের অন্তত ৩০টি ভিন্ন ভিন্ন…
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ ভিডিও কনফারেন্সিং-এর মাধ্যমে ৭১ হাজারেরও বেশি প্রাপকের হাতে চাকরীর নিয়োগ পত্র…
ডিসেম্বর মাসে ভারতীয় পুঁজিবাজার বিদেশী বিনিয়োগকারীদের (এফপিআই) কাছ থেকে ব্যাপক লগ্নি লাভ করেছে। পুঁজিবাজারে জমা…
কোচির জওহরলাল নেহরু স্টেডিয়ামে গতকাল আইএসএল ফুটবলে কেরালা ব্লাস্টার্স এক দুর্দান্ত পারফরম্যান্সে ৩-০ গোলে মহামেডান…
বাঁকুড়ার বিষ্ণুপুর আজ থেকে হয়ে উঠেছে ঐতিহ্যের এক নতুন উজ্জ্বল মঞ্চ। সূচনা হয়েছে ৩৭তম বিষ্ণুপুর…
প্রথিতযশা নৃত্যশিল্পী ও গুরু পৌষালী মুখোপাধ্যায় প্রয়াত। শনিবার কলকাতায় হৃদরোগে আক্রান্ত হয়ে তিনি শেষ নিঃশ্বাস…