বাংলাদেশের স্বপ্নের মেট্রোরেল


বুধবার,১১/০৫/২০২২
1841

বাংলাদেশের স্বপ্নের মেট্রো রেল প্রজেক্টেরর প্রথম পর্যায় ডিসেম্বরের মধ্যেই সম্পন্ন হচ্ছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার যুগান্তকারী পদক্ষেপের ফলে বাস্তবায়িত হচ্ছে স্বপ্নের গণপরিবহণ মেট্রোরেল। জাপান ইন্টারন্যাশনাল কো-অপারেশন এজেন্সি এই মেট্রোরেল নির্মাণ করছে। দেশের প্রথম মেট্রোরেল। বাংলাদেশের নাগরিকদের কাছে স্বপ্ন বাস্তব রূপ পাওয়ার প্রতীক্ষা। প্রধানমন্ত্রী শেখ হাসিনার যুগান্তকারী পদক্ষেপের ফলে বাস্তবায়িত হচ্ছে স্বপ্নের গণপরিবহণ মেট্রোরেল। চলতি বছরের ১৬ ডিসেম্বরের মধ্যেই প্রথম পর্যায়ের কাজ সম্পন্ন করা সম্ভব হবে বলে নির্মান সংস্থা সূত্র খবর।বহুল প্রতীক্ষিত মেট্রোরেলের উত্তরা থেকে আগারগাঁও অংশের কাজ সম্পন্ন হয়েছে।

উত্তরা সেক্টর-৩ থেকে মতিঝিল পর্যন্ত এই এলিভেটেড রেললাইন নির্মাণ করা হচ্ছে। প্রধানমন্ত্রীর নির্দেশনা অনুযায়ী, এটি কমলাপুর রেলস্টেশন পর্যন্ত বর্ধিত করা হবে। উত্তরা থেকে মতিঝিল-কমলাপুর রেলস্টেশন পর্যন্ত মোট ২১ দশমিক ২৬ কিলোমিটার মেট্রোরেলের নির্মাণকাজ এখন ৭৮ দশমিক ৯৫ শতাংশ সম্পন্ন হয়েছে। অন্যদিকে উত্তরা ও আগারগাঁওয়ের মধ্যবর্তী রেললাইনের ৯২ দশমিক শূন্য ২ শতাংশ কাজ সম্পন্ন হয়েছে। ন’টি স্টেশনের প্রবেশ ও বাহির পথ নির্মাণকাজ সম্পন্ন হয়েছে। আর ছ’টি স্টেশনের প্রবেশ ও বাহির পথ নির্মাণকাজ চলছে। যাত্রীদের উন্নততর সেবা দিতে এমআরটি-৬-এর প্রতিটি স্টেশনের উভয় পাশে এলিভেটর, এস্কেলেটর ও সিঁড়ি থাকছে। মেট্রোরেল দিয়ে ঘণ্টায় ৬০ হাজার যাত্রী পরিবহণ করা সম্ভব হবে। আর যানজটের ভোগান্তি কমিয়ে এটি প্রায় দু’ঘণ্টার যাত্রা সময় কমিয়ে মাত্র ৪০ মিনিটেই উত্তরা থেকে মতিঝিলে যাওয়া যাবে। জাপান ইন্টারন্যাশনাল কো-অপারেশন এজেন্সি এই মেট্রোরেল নির্মাণ করছে। এ প্রকল্পে সহজ শর্তে ঋণ দিয়েছে প্রতিষ্ঠানটি।

চাক‌রির খবর

ভ্রমণ

হেঁসেল

    জানা অজানা

    সাহিত্য / কবিতা

    সম্পাদকীয়


    ফেসবুক আপডেট