কিংবদন্তী সন্তুর বাদক পণ্ডিত শিবকুমার শর্মার জীবনাবসান


মঙ্গলবার,১০/০৫/২০২২
4270

কিংবদন্তী সন্তুর বাদক পণ্ডিত শিবকুমার শর্মার জীবনাবসান হয়েছে। বয়স হয়েছিল ৮৪ বছর। মাস ছয়েক ধরে তিনি কিডনির বিভিন্ন সমস্যায় ভুগছিলেন। ডায়ালাইসিস চলছিল। হৃদরোগে আক্রান্ত হয়ে আজ তিনি মুম্বাইতে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।পণ্ডিত শিব কুমার শর্মার জন্ম ১৯৩৮ সালের ১৩ই জানুয়ারি জম্মুতে। মাত্র ৫ বছর বয়সে কণ্ঠ সঙ্গীত ও তবলায় তাঁর হাতেখড়ি। ১৩ বছর বয়স থেকে তিনি সন্তুর বাজানো শুরু করেন। স্টেজে তাঁর প্রথম আত্মপ্রকাশ ১৯৪৫ সালে মুম্বাইতে।১৯৮৬ সালে তাঁকে সঙ্গীত নাটক একাডেমী পুরস্কারে ভূষিত করা হয়। ১৯৯১ এ পান পদ্মশ্রী এবং ২০০১-এ পদ্ম বিভূষণ।

চাক‌রির খবর

ভ্রমণ

হেঁসেল

    জানা অজানা

    সাহিত্য / কবিতা

    সম্পাদকীয়


    ফেসবুক আপডেট