উত্তরপ্রদেশ থেকে গাঙ্গেয় পশ্চিমবঙ্গ পর্যন্ত বিস্তৃত নিম্নচাপ অক্ষরেখা এবং বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ বৃদ্ধি পাওয়ায় আজও কলকাতা সহ রাজ্যের বিভিন্ন জেলায় ঝড় বৃষ্টির সম্ভাবনা। আগামীকাল থেকে বৃষ্টির পরিমাণ কিছুটা কমতে পারে বলে আবহাওয়ার পূর্বাভাসে জানানো হয়েছে। আবহবিদ সৌরিশ বন্দ্যোপাধ্যায় জানালেন, ঝড়বৃষ্টিতে তাপমাত্রা কিছুটা কমেছে, রেহাই মিলেছে অসহ্য গরমের হাত থেকেও। কলকাতায় আজ সর্বোচ্চ তাপমাত্রা ছিল স্বাভাবিকের ২ ডিগ্রী নীচে ৩৩ দশমিক ১ ডিগ্রী সেলসিয়াস। সকালে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড। করা হয় ২৪ দশমিক সাত ডিগ্রী সেলসিয়াস স্বাভাবিকের তুলনায় যা ১ ডিগ্রী কম।
কলকাতা সহ রাজ্যের বিভিন্ন জেলায় ঝড় বৃষ্টির সম্ভাবনা
বুধবার,০৪/০৫/২০২২
1002