Eid News: কোভিড পরিস্থিতিতে দু’বছর পর আজ রেড রোডে ঈদের বিশেষ নামাজ


মঙ্গলবার,০৩/০৫/২০২২
707

কোভিড পরিস্থিতিতে দু’বছর পর আজ রেড রোডে ঈদের বিশেষ নামাজ পাঠের আয়োজন করা হয়। মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি এবং তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক ব্যানার্জি ওই সভায় যোগ দেন। মুখ্যমন্ত্রী সমাবেশে উপস্থিত জনতাকে ঈদের শুভেচ্ছা জানান। কেন্দ্রের ক্ষমতাসীন বিজেপি সরকারকে নাম না করে তীব্র আক্রমণ শানিয়ে তিনি বলেন, দেশে ভেদাভেদের রাজনীতি চলছে। কিন্তু এরাজ্যে তার স্থান নেই। এখানে সব ধর্মের উৎসবে সকলে অংশগ্রহণ করে। রাজ্য সরকার সকলকে সঙ্গে নিয়ে চলায় বিশ্বাসী। এরাজ্যের মতো ধর্মীয় ঐক্য দেশের আর কোথাও নেই। তাই অনেকেই বাংলাকে হিংসা করে। ভেদাভেদ তৈরির চেষ্টা করে। কিন্তু এরাজ্যের মানুষ এই ধরনের চেষ্টার কাছে মাথা নোয়াবে না। ঈদের শুভেচ্ছা জানাতে গিয়ে রেড রোডের মঞ্চে মুখ্যমন্ত্রীর মুখে উর্দু শায়রিও শোনা যায়।

Affiliate Link Earn Money from IndiaMART Affiliate

চাক‌রির খবর

ভ্রমণ

হেঁসেল

    জানা অজানা

    সাহিত্য / কবিতা

    সম্পাদকীয়


    ফেসবুক আপডেট