আজ মুসলিম ধর্মাবলম্বীদের খুশির উৎসব ঈদ- উল -ফিতর অনুষ্ঠিত হচ্ছে। মালদা জেলায় শতাধিক ঈদগাহ, কয়েক হাজার মসজিদ রয়েছে। জেলায় রাজ্যের দ্বিতীয় বৃহত্তম নামাজ অনুষ্ঠিত হয় সুজাপুর নয়মৌজা ঈদগাহ ময়দানে। নামাজের জেরে ৩৪ নম্বর জাতীয় সড়কে প্রায় তিন চার ঘণ্টার জন্য যান চলাচল বন্ধ থাকে। এই নামাজ পাঠে প্রায় লক্ষাধিক মানুষ অংশ নেন। মালদা জেলার ক্ষেত্রে ব্যতিক্রম হলো মহিলারা ও পৃথকভাবে বিভিন্ন প্রান্তের নামাজ পাঠে অংশ নেন।
Eid News: আজ মুসলিম ধর্মাবলম্বীদের খুশির উৎসব ঈদ- উল -ফিতর
মঙ্গলবার,০৩/০৫/২০২২
1337