অক্ষয় তৃতীয়ার দিনে পূজার্চনার মধ্য দিয়ে তৃণমূল কংগ্রেসের নতুন ভবনে গৃহপ্রবেশ


মঙ্গলবার,০৩/০৫/২০২২
522

অক্ষয় তৃতীয়ার দিনে পূজার্চনার মধ্য দিয়ে তৃণমূল কংগ্রেসের নতুন ভবনে গৃহপ্রবেশ ঘটল। পুরোহিতের ভূমিকায় ছিলেন দলের বর্ষীয়ান নেতা তথা রাজ্যের কৃষি মন্ত্রী শোভনদেব চট্টোপাধ্যায়। দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়, দলের মহাসচিব পার্থ চট্টোপাধ্যায়, রাজ্য সভাপতি সুব্রত বক্সী, চন্দ্রিমা ভট্টাচার্য, সাংসদ মালা রায় সহ দলের গুরুত্বপূর্ণ নেতারা উপস্থিত ছিলেন গৃহপ্রবেশ অনুষ্ঠানে। সম্পূর্ণ কর্পোরেট ধাঁচে মেট্রোপলিটন, ক্যানাল সাউথ রোডে সাজিয়ে তোলা হয়েছে এই নতুন ভবন। দলের মাদার সংগঠনের পাশাপাশি বিভিন্ন শাখা সংগঠনের দপ্তরও থাকছে একই বিল্ডিংয়ে। তৃণমূল সুপ্রিমো তথা মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়ের জন্য এই অফিসে আলাদা একটি ঘর থাকছে। পাশাপাশি, বিভিন্ন ফ্লোরে দলের শীর্ষ নেতৃত্বদের জন্যও আলাদা আলাদা ঘর থাকছে। প্রতিটি তলায় যাবার জন্য থাকছে লিফট। এই নতুন বাড়িতে থাকছে হলঘর, প্রেস কনফারেন্স রুম ইত্যাদি। বাড়ির বাইরে থাকছে শহীদ বেদিও। তৃণমূলের এই নতুন পার্টি অফিস নিয়ে দলের নেতাকর্মীসহ কর্মী-সমর্থকদের মধ্যে বেশ উচ্ছ্বাস দেখা গিয়েছে।

চাক‌রির খবর

ভ্রমণ

হেঁসেল

    জানা অজানা

    সাহিত্য / কবিতা

    সম্পাদকীয়


    ফেসবুক আপডেট