ভারত সরকারের “খেলো ইন্ডিয়া” মহিলা ফুটবল প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হলো, বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়ের মহিলা ফুটবল দল। বেঙ্গালুরুতে জৈন বিশ্ববিদ্যালয়ের আয়োজনে ২৪শে এপ্রিল থেকে শুরু হয়েছে প্রতিযোগিতা। এই প্রতিযোগিতায় মোট আট’টি বিশ্ববিদ্যালয়ের ফুটবল দল যোগ দিয়েছে।বিশ্ববিদ্যালয় স্তরের “খেলো ইন্ডিয়া” মহিলা ফুটবলে ফাইনাল ম্যাচে আজ গুরু নানকদেব বিশ্ববিদ্যালয়কে ২- ০ গোলে হারিয়ে স্বর্ণ পদক জিতেছে বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়ের মেয়েরা। বিশ্ববিদ্যালয়ের নিবন্ধক জয়ন্ত কিশোর নন্দী বিশ্ববিদ্যালয়ের মেয়েদের এই সাফল্যে তাঁদের অভিনন্দন জানিয়েছেন।
মহিলা ফুটবল প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হলো, বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়ের মহিলা ফুটবল দল
সোমবার,০২/০৫/২০২২
596