বনদপ্তরের খাঁচায় চিতা


সোমবার,০২/০৫/২০২২
780

শিলিগুড়ি মহকুমার নকশালবাড়ি হাতভরা জোতে বনদপ্তরের খাঁচায় চিতা। বিগত তিন দিন ধরে চিতা বাঘের আতঙ্কে দিন কাটাচ্ছে হাতভড়া জোতের এলাকার বাসীন্দারা। বনদপ্তরের পক্ষ থেকে গতকাল চিতাবাঘকে ধরতে এলাকার একটি চাবাগানে পাতা হয় খাঁচা। আজ সকালে স্থানীয়রা দেখতে পায় সেই খাঁচাতে বন্দী হয়েছে একটি চিতা বাঘ। খবর দেওয়া হয় বনদপ্তরকে। কার্যত চিতাবাঘ খাঁচাবন্দি হতে স্বস্তির নিঃশ্বাস ফেলছে হাতভরা জোতের বাসীন্দারা।

চাক‌রির খবর

ভ্রমণ

হেঁসেল

    জানা অজানা

    সাহিত্য / কবিতা

    সম্পাদকীয়


    ফেসবুক আপডেট