রাজ্যে শিক্ষাঙ্গনে ভয়ের পরিবেশ: রাজ্যপাল জগদীপ ধনখড়


শনিবার,৩০/০৪/২০২২
511

রাজ্যে শিক্ষাঙ্গনে ভয়ের পরিবেশ তৈরি হয়েছে বলে রাজ্যপাল জগদীপ ধনখড় অভিযোগ করেছেন। কলকাতায় গতকাল দি ইনস্টিটিউট অফ কস্ট অ্যাকাউন্ট্যান্টস্ অফ ইন্ডিয়ার সমাবর্তন অনুষ্ঠানে যোগ দিয়ে তিনি বলেন ,রাজ্যে শিক্ষার পরিবেশ অত্যন্ত উদ্বেগজনক।বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের সমাবর্তনে তাঁকে আমন্ত্রণ জানানো হয়না। সরকারি এবং বেসরকারি বিশ্ববিদ্যালয়ের উপাচার্যরা বর্তমানে তাকে এড়িয়ে চলেন বলে রাজ্যপালের আরও অভিযোগ। একই সঙ্গে ইউনিয়ন নিয়েও সরব হন তিনি। তাই এই ধরনের অনুষ্ঠানে আমন্ত্রণ পেয়ে তিনি স্বভাবতই সন্তোষ প্রকাশ করেন।অনুষ্ঠানে উপস্থিত কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী সুভাষ সরকার জানিয়েছেন,শিক্ষাঙ্গন থেকে দলীয় রাজনীতিকে দূরে রাখা উচিত। তা নাহলে শিক্ষাঙ্গন কলুষিত হয়ে পড়বে।

চাক‌রির খবর

ভ্রমণ

হেঁসেল

    জানা অজানা

    সাহিত্য / কবিতা

    সম্পাদকীয়


    ফেসবুক আপডেট