বাঁকুড়ার বড়জোড়া ব্লকের মানচর এলাকার কৃষকরা শিলাবৃষ্টির জন্য ফসলের ব্যাপক ক্ষতির মুখে


শুক্রবার,২৯/০৪/২০২২
2866

কলকাতা: আজ সন্ধ্যায় বাঁকুড়া জেলার বড়জোড়া ব্লকের মানাচর এলাকায় ব্যাপক শিলাবৃষ্টি হয় যাতে কৃষকদের মাঠের ফসল ব্যপক নষ্ট হয়েছে। মানাচর একটি অত্যন্ত উৎপাদনশীল বহু-ফসলের কৃষি এলাকা যেখানে সারা বছর কৃষিকাজ চলে। শিলাবৃষ্টিতে চিনাবাদাম, শাকসবজি এবং ফুলের ফসল সম্পূর্ণরূপে ধ্বংস হয়ে গেছে।

মানাচরের কৃষকরা বেশিরভাগই পূর্ববঙ্গের (বর্তমানে বাংলাদেশ) উদ্বাস্তু এবং সরকার এখানে তাদের বসতি স্থাপন করে। সরকার এই এলাকার কৃষকদের চিরকাল অবহেলা করেছে, এমনকি তাদের জমির রেকর্ড (পর্চা) প্রদান করতে অস্বীকার করেছে, যার ফলস্বরূপ তারা বাংলা শস্য বীমা প্রকল্পের অধীনে নিজেদের তালিকাভুক্ত করতে পারে না। তাই এই বিশাল ক্ষতি কৃষকদের নীরবে বহন করতে হবে যা অন্যায় ও বেআইনি।

https://youtu.be/ZzU8sARtbME

জয় কিষান আন্দোলনের বাঁকুড়া ইউনিট আগামীকাল ক্ষতির একটি সম্পূর্ণ সমীক্ষা করবে এবং কৃষকদের ক্ষতির পরিমাণ সম্পর্কে BDO-কে বিস্তারে জানাবে। জয় কিষান আন্দোলন দাবি করছে এই প্রাকৃতিক দুর্যোগের কারণে ফসলের ক্ষতির সম্মুখীন হওয়া সমস্ত কৃষকদের সম্পূর্ণরূপে এবং অবিলম্বে ক্ষতিপূরণ দিতে হবে। তা না হলে রাজ্য সরকারের বিরুদ্ধে আন্দোলন শুরু করা হবে।

চাক‌রির খবর

ভ্রমণ

হেঁসেল

    জানা অজানা

    সাহিত্য / কবিতা

    সম্পাদকীয়


    ফেসবুক আপডেট