কল্যাণী বিশ্ববিদ্যালয়ের শারীর বিজ্ঞান বিভাগ এবং ইন্ডিয়ান সায়েন্স কংগ্রেস অ্যাসোসিয়েশনের যৌথ উদ্যোগে আজ থেকে শুরু হয়েছে দুদিনব্যাপী জাতীয় সম্মেলন। আগামী প্রজন্মের জন্য স্থিতিশীল স্বাস্থ্য বিজ্ঞান- বিষয়ের ওপর আয়োজিত এই সম্মেলনের উদ্বোধন করেন ইন্ডিয়ান সায়েন্স কংগ্রেস অ্যাসোসিয়েশনের জেনারেল প্রেসিডেন্ট অধ্যাপক ডক্টর বিজয়লক্ষ্মী সাক্সেনা। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কলকাতাস্হিত ব্রিটিশ উপ-দূতাবাসের ডেপুটি হাইকমিশনার নিক লো। সভাপতিত্ব করেন কল্যাণী বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক মানস কুমার সান্যাল। অর্গানাইজিং ও প্রোগ্রাম কমিটির চেয়ারম্যান অধ্যাপক গৌতম পাল জানান, এই সম্মেলনে বিজ্ঞানীদের পাশাপাশি শিক্ষার্থীরাও অংশ নিয়েছে।
আজ থেকে শুরু হয়েছে দুদিনব্যাপী জাতীয় সম্মেলন
বৃহস্পতিবার,২৮/০৪/২০২২
643