ব্যারাকপুর পুলিশ কমিশিনারেটের অধীন আরো নতুন একটি থানা


বৃহস্পতিবার,২৮/০৪/২০২২
745

ব্যারাকপুর পুলিশ কমিশিনারেটের অধীন আরো নতুন একটি থানা চালু হলো।ব্যারাকপুর কল্যাণী এক্সপ্রেসওয়ের ধারে বাসদেবপুর মোড়ের কাছে বাসুদেবপুর থানার উদ্বোধন হলো আজ। এর উদ্বোধন করলেন জগদ্দলের বিধায়ক সোমনাথ শ্যাম।এছাড়াও উপস্থিত ছিলেন ব্যারাকপুর পুলিশ কমিশনার মনোজ ভার্মা সহ ব্যারাকপুর পুলিশ কমিশনারেটের উচ্চপদস্থ পুলিশ আধিকারিকরা।রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেছিলেন ব্যারাকপুর মহকুমায় আরও আটটি থানা বাড়ানো হবে। সেই মত ইতিমধ্যেই চালু হয়ে গেছে দক্ষিণেশ্বর, কামারহাটি, নাগেরবাজার, শিবদাসপুর, জেটিয়া থানা। হালিশহর থানা ও মোহনপুর থানা শীঘ্রই উদ্বোধন হয়ে যাবে। আরো দুটি নতুন থানা চালু হওয়ার পর ব্যারাকপুর পুলিশ কমিশিনারেটের অধীন মোট থানার সংখ্যা বেড়ে দাঁড়াবে ২৫টি।

Affiliate Link Earn Money from IndiaMART Affiliate

চাক‌রির খবর

ভ্রমণ

হেঁসেল

    জানা অজানা

    সাহিত্য / কবিতা

    সম্পাদকীয়


    ফেসবুক আপডেট