কলকাতা সহ দক্ষিণবঙ্গের জেলাগুলিতে, তীব্র অস্বস্তিকর গরমে হাঁসফাঁস


বৃহস্পতিবার,২৮/০৪/২০২২
625

কলকাতা সহ দক্ষিণবঙ্গের জেলাগুলিতে, তীব্র অস্বস্তিকর গরমে, মানুষজনে হাঁসফাঁস করছেন। উত্তর-পশ্চিম দিক থেকে বইতে থাকা শুষ্ক গরম বাতাসের প্রভাবে আজও বাঁকুড়া, পুরুলিয়া, দুই বর্ধমান, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম ও বীরভূম জেলায় তাপপ্রবাহের সতর্কতা জারি করা হয়েছে। আগামীকাল এবং শনিবার, বাঁকুড়া, পুরুলিয়া, পশ্চিম বর্ধমান ও বীরভূম জেলায় তাপপ্রবাহের পরিস্থিতি একই রকম থাকার সম্ভাবনা।হুগলীতে গতকাল’ও তীব্র তাপপ্রবাহ অনুভূত হয়। মগরার তাপমাত্রা ছিল-৪২ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের চেয়ে ৭ দশমিক ৩ ডিগ্রি বেশী। আসানসোলে গতকাল তাপমাত্রা ছিল- ৪৩ দশমিক ৫ ডিগ্রি, স্বাভাবিকের চেয়ে ৬ দশমিক ৩ ডিগ্রি ওপরে। পুরুলিয়ায় ছিল-৪৩ দশমিক এক ডিগ্রি, স্বাভাবিকের ৫ দশমিক ৫ ডিগ্রি বেশী। মুর্শিদাবাদে তাপমাত্রা ছিল-৪২ ডিগ্রি, যা স্বাভাবিকের ৫ দশমিক ৩ ডিগ্রি বেশী।কলকাতায় আজ সকালে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে-২৮ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস, স্বাভাবিকের তুলনায় যা তিন ডিগ্রি ওপরে। গতকাল সর্বোচ্চ তাপমাত্রা ছিল- ৩৭ ডিগ্রি, স্বাভাবিকের তুলনায় ২’ডিগ্রি বেশী। বঙ্গোপসাগর থেকে জলীয়বাষ্প ঢোকার কারণে, পয়লা মে থেকে তাপমাত্রা কমতে পারে বলে আবহাওয়া দপ্তরের পূর্বাভাস।

Affiliate Link Earn Money from IndiaMART Affiliate

চাক‌রির খবর

ভ্রমণ

হেঁসেল

    জানা অজানা

    সাহিত্য / কবিতা

    সম্পাদকীয়


    ফেসবুক আপডেট