ত্রিপুরা,বিক্রম কর্মকার: আগামী বৃহস্পতিবার থেকে চালু হচ্ছে আগরতলা- ঢাকা- কলকাতা বাস পরিষেবা। এই লক্ষ্যে মঙ্গলবার বাংলাদেশ থেকে ত্রিপুরাতে এসেছেন চালক সহচালক সহ মোট ৬ জন সদস্য। ছোট্ট পার্বত্য ত্রিপুরা রাজ্যে আসার পর তাদেরকে নিয়ে বৈঠক করেন ত্রিপুরা সড়ক পরিবহন নিগমের ম্যনেজিং ডিরেক্টর রাজেশ দাস। বৈঠকে চালক এবং সহচালকদের জানিয়ে দেওয়া হয় যে দুই দেশের মানুষের মধ্যে বন্ধুত্বপূর্ণ সম্পর্কের কথা মাথায় রেখে আর তারা যেন রাজ্যের যাত্রীদের পরিষেবা দেন। সে যাতে বাসগুলি যাতে প্রতিনিয়ত পরিষ্কার-পরিচ্ছন্ন করে রাখা হয় তার ও নির্দেশ দেওয়া হয়। ম্যানেজিং ডিরেক্টর রাজেশ দাস জানান,এই ছয়জন ক্রু সদস্য ত্রিপুরাতে এসেছেন বিজনেস ভিসা নিয়ে। যেহেতু দুই দেশের মধ্যে একটা সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক রয়েছে তাই এই ছয়জন সদস্যকে খুব দ্রুততার সাথে ভিসা প্রদান করা হয়।
পুনরায় চালু হচ্ছে আগরতলা- ঢাকা- কলকাতা বাস পরিষেবা
বুধবার,২৭/০৪/২০২২
1753