বীরভূম জেলার ইলামবাজার জঙ্গলে গতকাল পথ দুর্ঘটনায় এক শিশুসহ এক যুবকের মৃত্যু হয়েছে। আহত হয়েছেন গাড়ির চালক। জানা গেছে ইলামবাজার জঙ্গলের বাঁকে দাঁড়িয়ে থাকা পণ্য বোঝাই একটি গাড়িতে এসে সজোরে ধাক্কা মারে ওই গাড়ীটি। তাতেই ভয়াবহ এই দুর্ঘটনা ঘটে। ঈদের বাজার করতে অনুব্রত মণ্ডলের দেহরক্ষী সপরিবারে গিয়েছিলেন দুর্গাপুর। ফেরার পথে দুর্ঘটনা কবলে পরা গাড়িতে ছিল তার দু বছরের শিশুকন্যা আর দেহরক্ষীর এক বন্ধু ছিলেন। দুজনেই ঘটনা স্থলে প্রাণ হারান। রাতেই নিয়ে যাওয়া হয় বোলপুর মহকুমা হাসপাতালে। সেখানে মৃত বলে ঘোষণা করা হয়।
অনুব্রত মণ্ডলের দেহরক্ষী সহ এক যুবকের মৃত্যু
বুধবার,২৭/০৪/২০২২
760