কলকাতায় সুন্দরিনীর আরও একটি আউটলেটের উদ্বোধন হল মঙ্গলবার। আলিপুরে দক্ষিণ ২৪ পরগনার জেলাশাসকের কার্যালয়ের পাশে নতুন এই আউটলেটটি করা হয়েছে। উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সুন্দরবন উন্নয়ন মন্ত্রী বঙ্কিম হাজরা, জেলাশাসক পি উলগানাথন, সংস্থার এমডি অম্বিকাপ্রসাদ মিশ্র। আউটলেটের পাশাপাশি ই- কমার্স সাইট, অনলাইনে হোম ডেলিভারি পাওয়া যায়। দক্ষিণ ২৪ পরগনার কাকদ্বীপ, পাথরপ্রতিমা, নামখানা সহ সুন্দরবনের ৭টি ব্লকের ৫ হাজার মহিলাকে নিয়ে এই দুগ্ধ সমবায় সুন্দরিনীর পথচলা শুরু হয়। সুন্দরবনের ঘি, মধু, জৈব ফসল বিপনন শুরু করে সুন্দরিনী।পরবর্তী সময় রাজ্য সরকার এই সমবায়কে আর্থিক সাহায্য প্রদান করে।মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সুন্দরিনীর প্রসারে বিশেষ উদ্যোগ নেন।
সুন্দরিনীর আরও একটি আউটলেটের উদ্বোধন হল কলকাতায়
মঙ্গলবার,২৬/০৪/২০২২
2277