প্রচন্ড গরম ও তাপপ্রবাহ জনিত পরিস্থিতিতে রাজ্যসরকার, প্রাথমিক স্কুলগুলিকে সাধ্য মতো সকালে ক্লাস চালু করা পরামর্শ দিয়েছে। বিদ্যালয় শিক্ষা দফতর আজ এই মর্মে এক নির্দেশিকা জারি করেছে। সেখানে বলা হয়েছে, বর্তমান পরিস্থিতিতে প্রাথমিক বিদ্যালয় পরিষদের অধীন সমস্ত স্কুলকে যথাসম্ভব সকালে ক্লাস চালু করার চেষ্টা করতে হবে। যাদের পক্ষে সকালে ক্লাস নেওয়া সম্ভব হবে না, তারা বেলায় ক্লাস নিতে পারবেন। তবে সে ক্ষেত্রে স্থানীয় স্বাস্থ্য আধিকারিকের পরামর্শ নিয়ে তাপপ্রবাহ মোকাবিলার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা স্কুলে রাখতে হবে। তাপপ্রবাহের সময় স্বাস্থ্য ও পরিবার কল্যাণ দফতর এবং বিপর্যয় মোকাবিলা দফতরের প্রকাশিত নির্দেশ মেনে চলার পরামর্শ দেওয়া হয়েছে।
স্কুলকে যথাসম্ভব সকালে ক্লাস চালু করার চেষ্টা
মঙ্গলবার,২৬/০৪/২০২২
522