কাল দশটার পরে তাদের মাঠে না থাকার পরামর্শ


মঙ্গলবার,২৬/০৪/২০২২
602

চলতি তাপপ্রবাহ এবং আবহাওয়াজনিত পরিস্থিতিতে কৃষকদের স্বাস্থ্য সুরক্ষার কথা মাথায় রেখে রাজ্য সরকার সকাল দশটার পরে তাদের মাঠে না থাকার পরামর্শ দিয়েছে। আজ কৃষি দপ্তর থেকে জারি করা এক নির্দেশিকায় খুব প্রয়োজনে রোদের হাত থেকে বাঁচতে তাদের বড় টুপি এবং সাদা জামা ব্যবহার করার পরামর্শ দেওয়া হয়েছে। চলতি আবহাওয়াজনিত পরিস্থিতিতে দপ্তর থেকে জারি করা আট দফার পরামর্শে মাঠে থাকা ৭৫ শতাংশ বোরো ধান কেটে তা খামারজাত করার কথা বলা হয়েছে। আম, লিচু ইত্যাদি ফলের ঝরে পরা বন্ধ করতে ফলের উপরে সাদা জল স্প্রে করা, সবজি বীজ ভালোভাবে ভিজিয়ে চাষ করা এবং সম্ভব হলে অনুসেচের সাহায্য নেওয়ার কথা বলা হয়েছে।

চাক‌রির খবর

ভ্রমণ

হেঁসেল

    জানা অজানা

    সাহিত্য / কবিতা

    সম্পাদকীয়


    ফেসবুক আপডেট