চলতি মাস পর্যন্ত উত্তরবঙ্গের জেলাগুলিতে স্বাভাবিকের থেকে তিনগুণ বেশি বৃষ্টি হলেও দক্ষিণবঙ্গের জেলাগুলিতে নব্বই শতাংশ কম বৃষ্টি হওয়ায় কৃষি মন্ত্রী শোভনদেব চট্টোপাধ্যায় আজ সব জেলার কৃষি আধিকারিক, দপ্তরের সচিব এবং কৃষি অধিকর্তার সঙ্গে বৈঠক করেন। চলতি আবহাওয়া পরিস্থিতিতে দক্ষিণবঙ্গে রবি চাষের তেমন কোনো ক্ষতি হয়নি বলে জেলার কৃষি আধিকারিকরা বৈঠকে জানিয়েছেন বলে নবান্ন সূত্রে জানা গিয়েছে। পরিস্থিতির উপরে সবসময় নজর রাখার কথা বলা হয়েছে। বৈঠকে আগামী খরিফ মরসুমের প্রস্তুতি, প্রাকৃতিক দূর্যোগ মোকাবিলায় ব্যবস্থা এবং সার ও বীজ সরবরাহ নিয়েও আলোচনা হয়েছে।
কৃষি অধিকর্তার সঙ্গে বৈঠক কৃষি মন্ত্রী শোভনদেব চট্টোপাধ্যায়
মঙ্গলবার,২৬/০৪/২০২২
2116