রাজ্যের কর্মতীর্থ গুলিতে ১৫ ই মের মধ্যে পুরোদমে চালু করার জন্য প্রত্যেক জেলাশাসকের কাছে নবান্ন থেকে চিঠি পাঠানো হয়েছে। তাতে পরিষ্কার বলে দেয়া হয়েছে, এই প্রকল্পে যেসব দোকান ঘর নির্মিত হয়েছে, কোন বেকার যুবক যুবতী তা নিতে না চাইলে, সেগুলি যেন স্বনির্ভর গোষ্ঠীর হাতে তুলে দেওয়া হয়, কর্মতীর্থগুলি পুরোদমে চালু হয়ে গেলে কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হবে বলে সরকারের আশা। প্রস্তাবিত ১৫ টি নতুন কর্মতীর্থ তৈরির কাজ আপাতত বন্ধ রাখা হয়েছে। এছাড়া কর্মতীর্থে পড়ে থাকা স্টলগুলি কোনভাবে ব্যবহার করা যায় কিনা, তাও খতিয়ে দেখতে বলা হয়েছে।
রাজ্যের কর্মতীর্থ গুলিতে ১৫ ই মের মধ্যে পুরোদমে চালু
সোমবার,২৫/০৪/২০২২
543