দেশে দৈনিক করোনা সংক্রমণ বাড়ছে। কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের আজ সকালের রিপোর্টে জানানো হয়েছে, ২৪ ঘন্টায় নতুন করে আক্রান্ত হয়েছেন ২ হাজার ৫২৭। গতকাল এই সংখ্যা ছিল দু’হাজার ৪৫১। তবে মৃতের সংখ্যা ৫৪ থেকে কমে হয়েছে ৩৩। চিকিৎসাধীন রোগীর সংখ্যা ১৫ হাজার ৭৯। মোট আক্রান্তের যা দশমিক ০/৪ শতাংশ। গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন এক হাজার ৬৫৬। আরোগ্যের হার ৯৮ দশমিক ৭/৫ শতাংশ। দেশে পর্যন্ত দেওয়া হয়েছে ৪৮৭ কোটি ৪৬ লক্ষ ৭২ হাজারেরও বেশি করোনা টিকার ডোজ।
দেশে দৈনিক করোনা সংক্রমণ বাড়ছে
শনিবার,২৩/০৪/২০২২
606