বিচারপতি সম্মেলনে যোগ দিতে আগামী ২৯শে এপ্রিল মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি দিল্লি যাচ্ছেন। প্রধান বিচারপতি এম.ভি. রামানার উপস্থিতিতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ৩০শে এপ্রিল নতুন দিল্লিতে ওই সম্মেলনের উদ্বোধন করবেন। সেখানে সমস্ত রাজ্যের মুখ্যমন্ত্রীদের আমন্ত্রণ জানানো হয়েছে। তবে সম্মেলনের মঞ্চে একসঙ্গে থাকলেও, পৃথকভাবে প্রধানমন্ত্রী মোদী ও মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির বৈঠক হবে কী না তা এখনও স্পষ্ট নয়। বিচারপতির অভাবে বহু মামলার নিষ্পত্তি হচ্ছে না, কি ভাবে পড়ে থাকা মামলাগুলি দ্রুত নিষ্পত্তি করা যায় তা নিয়ে ওই বৈঠকে আলোচনা হবে। বিচারপতি-মুখ্যমন্ত্রীদের এই সম্মেলন শেষবার অনুষ্ঠিত হয়েছিল ২০১৬ সালে।
আগামী ২৯শে এপ্রিল মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি দিল্লি যাচ্ছেন
শনিবার,২৩/০৪/২০২২
809