সরকারি অর্থ অপচয়, আত্মসাৎ ও পদের অপব্যবহারের অভিযোগে নন্দীগ্রামের দাউদপুর গ্রাম পঞ্চায়েতের তৃণমূল কংগ্রেসের প্রধান সেখ সামসুল ইসলামকে পুলিশ গতরাতে তাকে গ্রেপ্তার করার পর আজ তাকে হলদিয়া মহকুমা আদালতে তোলা হয়। দুদিনের পুলিশি হেপাজতে পাঠানো হয়েছে । তার বিরুদ্ধে পঞ্চায়েতের গাছ বিক্রি করে প্রায় 90 লক্ষ টাকা আত্মসাৎ, প্রধানের পদে থেকে সাম্মানিক নেওয়া সত্বেও, স্থানীয় একটি সমবায় ব্যাংকের কর্মী হিসেবে চাকরি করা এবং সাবমারসিবল পাম্প নিয়ে অনিয়ম ও দুর্নীতির অভিযোগ রয়েছে। ওই পঞ্চায়েতের তিনজন সদস্য তার বিরুদ্ধে কলকাতা উচ্চ আদালতের দ্বারস্থ হয়েছিলেন। আদালত তদন্ত করে উপযুক্ত ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেয়। নন্দীগ্রাম ১ নং ব্লকের বিডিও সুমিতা সেনগুপ্ত ওই প্রধানের বিরুদ্ধে FIR করেন। তারই পরিপ্রেক্ষিতে তাঁকে গ্রেফতার করা হয়েছে।
সরকারি অর্থ অপচয়, আত্মসাৎ ও পদের অপব্যবহারের অভিযোগ
শনিবার,২৩/০৪/২০২২
457