দক্ষিণ ২৪ পরগনার বাসন্তীর কুলতলির মিলনতীর্থ সোসাইটির কমিউনিটি হলে সুন্দরবনের বেকার যুবক-যুবতীদের কর্মসংস্থানের লক্ষ্যে কেন্দ্রীয় সরকারের স্কিল ডেভেলপমেন্ট প্রতিষ্ঠান আজ একটি বিশেষ কর্মশালার আয়োজন করেন। এই কর্মশালায় পাঁচশোরও বেশি যুবক-যুবতী অংশগ্রহণ করেছিলেন। মাধ্যমিক থেকে বিটেক পাশ যুবক যুবতীদের জন্য এই প্রতিষ্ঠানে ১৮টি বিষয়ে কোর্স করতে পারবেন। উড়িষ্যার ভুবনেশ্বর স্কিল ডেভেলপমেন্ট ইন্সটিটিউটে কোর্স করার সুযোগ থাকছে। কর্মশালায় উপস্থিত ছিলেন, SDI ভুবনেশ্বর প্রিন্সিপাল মনোরঞ্জন মহারানা, সুন্দরবন ডেভেলপমেন্ট বোর্ডের প্রাক্তন সদস্য ডি.পি জানা, NSIC এর চেয়ারম্যান সুরেশ কারমালি ও পূর্বাঞ্চল সংস্কৃতি মন্ত্রকের ডিরেক্টর গৌরী বসু প্রমুখ।
বেকার যুবক-যুবতীদের কর্মসংস্থানের লক্ষ্যে কেন্দ্রীয় সরকারের স্কিল ডেভেলপমেন্ট
বুধবার,২০/০৪/২০২২
916