নদীয়ার কল্যাণী শহর পরিষ্কার- পরিছন্নতা, শিক্ষা এবং চিকিৎসা ব্যবস্থার উন্নত পরিকাঠামোর জন্য নাগরিকদের কাছে যথেষ্ট জনপ্রিয়। এবার এই শহরের মুকুটে জুড়ে গেল আরো একটি পালক। আই লাভ কল্যাণী, পর্যটকদের আকৃষ্ট করার জন্য কল্যাণী শহরের এই সেলফি জোনটি তৈরি করা হয়েছে কল্যাণী সেন্ট্রাল পার্কের পাশে। কল্যাণী বুদ্ধ পার্ক থেকে সেন্ট্রাল পার্কে প্রবেশ করার সময় দেখতে পাওয়া যাবে এই লোগোটি। গ্রহরাজ মন্দিরের ঠিক বিপরীত দিকে এই লোগোটি স্থাপন করা হয়েছে।
শহরের মুকুটে জুড়ে গেল আরো একটি পালক
শনিবার,১৬/০৪/২০২২
811