ছাত্র-ছাত্রী সহ শিক্ষক এবং শিক্ষা কর্মীদের মোবাইল ফোন ব্যবহারের ক্ষেত্রে নিষেধাজ্ঞা


বুধবার,১৩/০৪/২০২২
756

সরকার এবং সরকার-পোষিত সব বিদ্যালয়ে ছাত্র-ছাত্রী সহ শিক্ষক এবং শিক্ষা কর্মীদের মোবাইল ফোন ব্যবহারের ক্ষেত্রে নিষেধাজ্ঞা জারি করেছে। মধ্যশিক্ষা পর্ষদের তরফে জারি করা এক নির্দেশিকায় বিদ্যালয়ের সীমানার ভিতরে ছাত্র ছাত্রীরা কোন মোবাইল বা স্মার্ট ফোন নিয়ে প্রবেশ করতে পারবে না বলে জানানো হয়েছে। পাশাপাশি ছাত্র-ছাত্রীদের মনোসংযোগে যেন ব্যাঘাত না ঘটে সেজন্য শ্রেণিকক্ষ এবং ল্যাবরেটরির মধ্যে শিক্ষকদের মোবাইল ফোন বন্ধ রাখার জন্য অনুরোধ করা হয়েছে।যদি শ্রেণিকক্ষ এবং ল্যাবরেটরির মধ্যে ফোন ব্যবহার করতে হয় তবে প্রধান শিক্ষকের কাছে থেকে আগাম লিখিত অনুমতি নেওয়ার কথা বলা হয়েছে। স্মার্টফোনের পাশাপাশি শিক্ষক-শিক্ষিকারা ক্লাস চলাকালীন শ্রেণিকক্ষের মধ্যে কোন ব্লু-টুথ ডিভাইস ব্যবহার করতে পারবেন না বলে পর্ষদের তরফে জানানো হয়েছে।

চাক‌রির খবর

ভ্রমণ

হেঁসেল

    জানা অজানা

    সাহিত্য / কবিতা

    সম্পাদকীয়


    ফেসবুক আপডেট