বিভিন্ন শিব মন্দিরে আজ পালিত হচ্ছে বাঙালির ঐতিহ্যের গাজন উত্‍সব


বুধবার,১৩/০৪/২০২২
1050

দক্ষিণ ২৪ পরগনার বিভিন্ন শিব মন্দিরে আজ পালিত হচ্ছে বাঙালির ঐতিহ্যের গাজন উত্‍সব। গাজনের সন্ন্যাসী বা ভক্তরা নিজেদের শরীরকে বিভিন্ন উপায়ে যন্ত্রনা দিয়ে কৃচ্ছ্রসাধনের মাধ্যমে ইষ্ট দেবতাকে সন্তোষ প্রদানের চেষ্টা করেন। গাজন উপলক্ষ্যে তারা শোভাযাত্রা সহকারে দেবতার মন্দিরে যান। শিবের গাজনে দু’জন সন্ন্যাসী শিব ও গৌরী সেজে এবং অন্যান্যরা নন্দী, ভৃঙ্গী, ভূতপ্রেত, দৈত্যদানব প্রভৃতির সং সেজে নৃত্য করতে থাকেন। শিবের নানা লৌকিক ছড়া আবৃত্তি ও গান করা হয়। মহিলা সন্ন্যাসী বা ভক্তরা অংশ নেয়, তারা চড়কের সন্ন্যাসীদের মতোই অনুষ্ঠান পালন করে। জেলার মন্দিরবাজার, ডায়মন্ড হারবার, রায়দিঘি, সাতগাছিয়ার শিব মন্দিরগুলিতে সকাল থেকে ভক্তদের ভিড়।এই উপলক্ষে বসেছে গ্রামীণ মেলা।

Affiliate Link Earn Money from IndiaMART Affiliate

চাক‌রির খবর

ভ্রমণ

হেঁসেল

    জানা অজানা

    সাহিত্য / কবিতা

    সম্পাদকীয়


    ফেসবুক আপডেট