কেন্দ্রীয় কয়লা মন্ত্রীর নামে ভুয়ো লেটার হেড এবং ভুয়ো ইমেইল আইডি ব্যবহার করে চাকরির নামে প্রতারণার অভিযোগে, ইংরেজবাজার শহরের দুই নম্বর কলোনি থেকে বাবা এবং ছেলেকে আজ পুলিশ গ্রেপ্তার করেছে। আগামীকাল নিউটাউন থানায় পেশ করা হবে দুই অভিযুক্তকে।২০২১ সালের আগস্ট মাসে কলকাতা নিউ টাউন থানায় একটি অভিযোগ দায়ের করা হয় কোল ইন্ডিয়ার তরফে। যে অভিযোগে বলা হয় কেন্দ্রীয় কয়লা মন্ত্রীর নামে একটি ইমেইল থেকে চাকুরীর সুপারিশ করা হয়েছে।যে ইমেইল আইডিটি ফেক। এই ঘটনার তদন্তে নেমে নিউটাউন থানার পুলিশ জানতে পারেন, মালদার ইংরেজবাজার থেকে এই মেইল করা হয়েছিল। সেই ঘটনা তদন্তে নেমে ইংরেজ বাজারে আসেন নিউটাউন থানার পুলিশ আধিকারিক রামগোপাল পাল। ইংরেজবাজার থানার পুলিশের যৌথ অভিযানে দুই নম্বর কলোনি এলাকা থেকে গ্রেফতার করা হয় বাবা সঞ্জয় গোস্বামী এবং ছেলে সুব্রত গোস্বামীকে। পুলিশের দাবি, ওই বাড়ি থেকে ঝাড়খন্ডের মুখ্যমন্ত্রী মুখ্য সচিব পশ্চিমবঙ্গের বিদ্যুৎ প্রতিমন্ত্রী ভুয়ো লেটারহেড উদ্ধার হয়েছে। আগামীকাল অভিযুক্তদের বারাসত আদালতে পেশ করবে নিউ টাউন থানার পুলিশ।
ভুয়ো ইমেইল আইডি ব্যবহার করে চাকরির নামে প্রতারণা
বুধবার,১৩/০৪/২০২২
684