কেন্দ্রীয় সমবায় মন্ত্রী অমিত শাহ বলেছেন, দেশে একটি নতুন সমবায় নীতির প্রয়োজন। তিনি জানিয়েছেন, প্রাথমিক কৃষি ঋণ সোসাইটি থেকে সর্বোচ্চ সমবায় ফেডারেশন পর্যন্ত বিভিন্ন বিষয়ের নিষ্পত্তি করার লক্ষ্যে আগামী ৮/৯ মাসের মধ্যে নতুন সমবায় নীতি নিয়ে আসবে কেন্দ্র।ক্ষুদ্র কৃষকদের সমবায়ের ওপর আস্থা বাড়াতে এক্ষেত্রে স্বচ্ছতার উপর বিশেষ জোর দেন তিনি। আহ্বান জানান পেশাদারিত্ব এবং আধুনিকীকরণের। শ্রী শাহ বলেন, দেশের অর্থনৈতিক ক্ষমতায়নের জন্য সমবায় ক্ষেত্রকে শক্তিশালী করে তুলতে হবে। সমবায় সংস্থাগুলির ঋণ দেয়ার বিষয়টি সুনিশ্চিত করার জন্য পরিকাঠামো তৈরি করা প্রয়োজন।
দেশে একটি নতুন সমবায় নীতির প্রয়োজন: অমিত শাহ
বুধবার,১৩/০৪/২০২২
461