হঠাৎ শিলাবৃষ্টির ব্যাপক ক্ষয়ক্ষতির মুখে পড়েছেন উত্তর দিনাজপুর জেলার ইসলামপুর ব্লকের কৃষকেরা। আজ দুপুরে হঠাৎ ঝড় ও শিলাবৃষ্টিতে মজুমদারপাড়া, শুকনাভিটা, দাড়িভিটা সহ বেশ কয়েকটি গ্রামে বিঘার পর বিঘা জমির ধান, শাকসবজি সহ অন্যান্য ফসল নষ্ট হয়েছে। এছাড়া গ্রামগুলিতে বহু কাঁচা বাড়ি ভেঙ্গে পড়ছে।ঝোড়ো হাওয়ার সঙ্গে শিলাবৃষ্টির জেরে জেলার গাইসালের কালনাগিন গ্রামে গাছের ডালে চাপা পড়ে বছর ৫৫-র সুধীর বিশ্বাস-এর মৃত্যু হয়েছে। এছাড়াও জখম হয়েছেন মহিলাসহ বেশ কয়েকজন। তাঁদের ইসলামপুর মহকুমা হাসপাতালে প্রাথমিক চিকিৎসার জন্য নিয়ে যাওয়া হয়েছে।
শিলাবৃষ্টির ব্যাপক ক্ষয়ক্ষতির মুখে পড়েছেন জেলার কৃষকেরা
রবিবার,১০/০৪/২০২২
905