সাউথ সিটি আবাসনের মানুষজনের হাতে স্বাস্থ্য সাথী প্রকল্পের কার্ড ও চিকিৎসা পরিষেবা


শনিবার,০৯/০৪/২০২২
560

স্বাস্থ্য সাথী প্রকল্পের সাফল্য ও সুযোগ-সুবিধা এ সমাজের সর্বস্তরের মানুষের জন্য ব্যবস্থা করা হয়েছে। কেন্দ্রীয় সরকারের প্রকল্পের মতো কোনো মানুষের আয় বা তার প্রাতিষ্ঠানিকতা বিচার করে দেওয়া হয় না এ রাজ্যে। সেই লক্ষ্যেই এদিন সাউথ সিটি আবাসনের মানুষজনের হাতে স্বাস্থ্য সাথী প্রকল্পের কার্ড ও চিকিৎসা পরিষেবা সংক্রান্ত সুযোগ-সুবিধা তুলে দেওয়ার কাজ শুরু করা হলো রাজ্য সরকারের পক্ষ থেকে। এই কাজকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য শহর কলকাতায় কলকাতা পুরসভা অগ্রণী ভুমিকা নিয়েছে। বিধায়ক তথা কলকাতা পৌরসভার মেয়র পরিষদ দেবাশীষ কুমার এর উপস্থিতিতে এদিন সাউথ সিটি আবাসনে দুয়ারে সরকার এর উদ্যোগের মাধ্যমে স্বাস্থ্য সাথী কার্ড ও স্বাস্থ্য সাথী প্রকল্পের সুযোগ-সুবিধা তুলে দেওয়া হল সাউথ সিটি আবাসনের প্রায় আড়াইশো জন মানুষের হাতে।

স্বাস্থ্য সাথী কার্ড আবাসনে বসে হাতে পাওয়ার জন্য সাউথ সিটি আবাসনের নাগরিকরা যথেষ্ট খুশি। সাউথ সিটি আবাসনের স্কাইরাইজ বিল্ডিংয়ে থাকলেও যেভাবে এই প্রকল্পের কার্ড ও সুযোগ-সুবিধা মানুষের ঘরে ঘরে পৌঁছে দেওয়া হল তানজির বিহীন। আবাসনের একাধিক সিনিয়র সিটিজেন মানুষ রয়েছেন যারা বাড়িতে বসে এই ধরনের চিকিৎসা পরিষেবা সংক্রান্ত সুযোগ-সুবিধার কার্ড হাতে পেলেন এটা নজিরবিহীন এবং রাজ্য সরকারের সাফল্য বলে মনে করছেন আবাসনের এই বাসিন্দা পূর্ণেন্দু বিকাশ দত্ত।

চাক‌রির খবর

ভ্রমণ

হেঁসেল

    জানা অজানা

    সাহিত্য / কবিতা

    সম্পাদকীয়


    ফেসবুক আপডেট