তিনশো বছরের বেশী প্রাচীন ড্যানিস গভর্নর হাউস- সংস্কার


শনিবার,০৯/০৪/২০২২
658

হুগলীর শ্রীরামপুরে তিনশো বছরের বেশী প্রাচীন ড্যানিস গভর্নর হাউস- সংস্কারের পর, গতকাল নতুন করে উদ্বোধন হয়েছে। রাজ্যের মন্ত্রী ইন্দ্রনীল সেন এবং ভারতে নিযুক্ত ডেনমার্কের রাষ্ট্রদূত ফ্রেডি ভ্যান (Freddy Svane) এর উদ্বোধন করেন। রাজ্য সরকার, পশ্চিমবঙ্গ হেরিটেজ কমিশন এবং ডেনমার্কের তত্ত্বাবধানে এটি সংস্কার করতে প্রায় দু’কোটি ষাট লক্ষ টাকা খরচ হয়েছে। একইসঙ্গে সেখানে উদ্বোধন করা হয় সংগ্ৰহশালার।

চাক‌রির খবর

ভ্রমণ

হেঁসেল

    জানা অজানা

    সাহিত্য / কবিতা

    সম্পাদকীয়


    ফেসবুক আপডেট