জম্মু কাশ্মীরে অমরনাথ যাত্রার জন্যে নাম নথিভুক্তিকরণের প্রক্রিয়া শুরু হবে ১১ ই এপ্রিল।দেশে Jammu and Kashmir Bank, PNB Bank এবং Yes Bank এর ৪৪৬ টি শাখা ও SBI এর ১০০ টি শাখা থেকে এই নাম নথিভুক্ত করা যাবে। এ ছাড়া তীর্থ যাত্রীরা Shrine Board-এর ওয়েবসাইট ও মোবাইল অ্যাপের মাধ্যমে অনলাইনেও নাম রেজিস্টার করতে পারবে ।এবছরের অমরনাথ যাত্রা শুরু হবে ৩০ জুন চলবে ১১ অগাস্ট পর্যন্ত ।
জম্মু কাশ্মীরে অমরনাথ যাত্রার জন্যে নাম নথিভুক্তিকরণের প্রক্রিয়া শুরু
শনিবার,০৯/০৪/২০২২
284