উত্তর ২৪ পরগণার জগদ্দল থানার পুলিশ ভোট পরবর্তী হিংসায় আকাশ যাদব খুনের মামলার মুল অভিযুক্ত গুড্ডু যাদবকে গতরাতে গ্রেপ্তার করেছে। একটি আগ্নেয়াস্ত্র ও এক রাউন্ড কার্তুজ সহ ভাটপাড়ার স্টেট জেনারেল হাসপাতালের মাঠ থেকে তাকে গ্রেপ্তার করে পুলিশ। বিধানসভার ভোট গণনার দিন গতবছরের ২রা মে ভাটপাড়া পুরসভার ১৭ নম্বর ওয়ার্ডের বাসিন্দা জুটমিল শ্রমিক আকাশ যাদবকে গুলি করে হত্যা করা হয়। তার পর থেকেই গুড্ডু যাদব ফেরার ছিল। CBI তদন্ত শুরু করে।তখনো তাকে ধরতে পারেনি CBI, তার নামে হুলিয়া জারি করে CBI।
ভোট পরবর্তী হিংসায় আকাশ যাদব খুনের মামলার মুল অভিযুক্ত গুড্ডু যাদবকে গ্রেপ্তার
শুক্রবার,০৮/০৪/২০২২
693